গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ডেস্ক রিপোর্ট

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় অ্যাপারেলস প্লাস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।

Islami Bank

বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার অ্যাপারেলস প্লাস কারখানার ৭ তলা ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেয় কর্মীরা।

one pherma

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

ইবাংলা / জেএন / ১৫ জুন,২০২২

Contact Us