বহু বছর পর ঘণ্টা বাজিয়ে শুরু হলো ভোটগ্রহণ

ডেস্ক রিপোর্ট

পটুয়াখালীর ৮ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবার সব ইউনিয়নেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

Islami Bank

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে ১২ বছর পর ভোটগ্রহণ হচ্ছে। এদিকে নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কাজ করছেন। এ ছাড়া ৩টি ভোটকেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহানুর খান জানান, ৮টি ইউনিয়নে ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী, ২৯১ জন সদস্য ও ১০১ জন সংরক্ষিত নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮২টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯ হাজার ৪৪৯ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ৫৫ হাজার ৯০৩ ও নারী ৫৩ হাজার ৩৪৬ জন।

one pherma

পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নে ১২ হাজার ৬৪৩ জন, জৈনকাঠী ইউনিয়নে ১৫ হাজার ২৩৯ জন, ইটবাড়িয়া ইউনিয়নে ২০ হাজার ৫৮৪ জন, লাউকাঠি ইউনিয়নে ১৩ হাজার ৭২৯ জন ও মৌকরন ইউনিয়নে ১০ হাজার ৮৬৫ জন ভোটার ।

কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নে ১৭ হাজার ৯৮৭ জন, ধূলাসার ইউনিয়নে ১৪ হাজার ২৮৮ জন ও দশমিনার চরবোরহান ইউনিয়নে ৪ হাজার ১৬১ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন।

ইবাংলা / জেএন / ১৫ জুন,২০২২

Contact Us