বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ই তো র‍্যাঙ্কিংয়ে নেই : জবি উপাচার্য

জবি প্রতিনিধি

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং-২০২৩ প্রকাশ করা হয়।

Islami Bank

একাডেমিক খ্যাতি, চাকরির বাজারে সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতের ভিত্তিতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।

এ র‍্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। তবে, গত বছরের মতো এবারও ৮০১ থেকে এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

 

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং-২০২৩ প্রসঙ্গে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক বলেন, শুধু আমরা নই, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ই তো র‍্যাঙ্কিংয়ে নেই।

one pherma

উপাচার্য ইমদাদুল হক আরো বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি যেন সামনে একটা র‍্যাঙ্কিংয়ে আসতে পারি । এসব অনেক সেক্টরের ওপর নির্ভর করে হয়। গবেষণা, প্রকাশনা বিভিন্ন কিছু। গবেষণায় বরাদ্দ বাড়ানো হয়েছে, গবেষকদের উৎসাহ দিচ্ছি।

২০১২ সালে কিউএস র‍্যাঙ্কিংয়ে ঢাবির অবস্থান ছিল ৬০১-এর মধ্যে। ২০১৪ সালে তা পিছিয়ে ৭০১তম অবস্থানের পরে চলে যায়। ২০১৯ সালের তালিকায় ঢাবির অবস্থান আরও পেছনের দিকে চলে যায়। ২০২১ সালে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৮০১ থেকে এক হাজারের মধ্যে।

ইবাংলা / জেএন / ১৬ জুন,২০২২

Contact Us