মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনকে ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান

মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারো সম্প্রদায়ের জনগণকে ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।( ১৯ জুন) রবিবার দুপুরে লাল মাটি অধূষিত বেরিবাইদ ইউনিয়নের বেরিবাইদ কমিউনিটি ক্লিনিকে স্থানীয়দের এ সেবা প্রদান করা হয়।

Islami Bank

” ট্রাইবাল হেলথ কেয়ার” এর কার্যক্রমের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগনকে ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রমের আয়োজন করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ারের বাস্তবায়নে শিশু, বৃদ্ধ, অসুস্থ নারী পুরুষ স্বাস্থ্য সেবা প্রদান করা হয় ।

এ সময় মধুপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সায়েদুর রহমান, ডা. সানোয়ার হোসেন সেবা প্রদান করেন। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মোঃ মোজাম্মেল হক ও ক্লিনিকের সি এইচ সি পি শুকলা আতিওয়ারা উপস্থিত ছিলেন।

one pherma

গায়ড়া গ্রামের রজনী সাংমা(৬০) জানান, তার বাহুতে ব্যথা তিনি সেবা আসছেন। বেরিবাইদ গ্রামের জাপালী রিছিল(৫৫) জানান,তার মাঝায় ব্যথা। চোখে সমস্যা, এলার্জি আছে তিনি ঔষধসহ সেবা নিয়েছে জানায়।

প্রনোদিনী সাংমা(৮০) জানান, কোমড় ব্যথা, পা ব্যথা আছে। শুনে তিনি এসেছেন। চিকিৎসক তাকে দেখে ব্যবস্থাপত্র করে ঔষধ দিয়েছে। ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সায়েদুর রহমান জানান,এ ক্যাম্পেইনে বেরিবাইদ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গারো সম্প্রদায়ের একশ’ জন শিশু, বৃদ্ধ নারী পুরুষ কে ব্যবস্থাপত্রের সাথে বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়।

ইবাংলা / জেএন / ১৮ জুন,২০২২

Contact Us