আমরা দুর্গত মানুষের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি : সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সিলেট অঞ্চলে যা হয়েছে, সেটি ভাবনার অতীত ছিল। তবে নিজেদের সর্বোচ্চ দিয়ে সেনাবাহিনী দুর্গতদের পাশে থাকবে।

রোববার (১৯ জুন) সিলেটে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় কোম্পানীগঞ্জের বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করেন তিনি। পরে উপজেলার বঙ্গবন্ধু হাইটেকপার্কে ত্রাণ বিতরণ করেন।

এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, এটা অভাবনীয় বিপর্যয়। রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আমরা দুর্গত মানুষের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। তাদের সহায়তায় সেনাসদস্যরা কী পরিমাণ কষ্ট করছে, তা নিজে দেখতে এসেছি।

তিনি আরও বলেন, ‌সেনাবাহিনী এর চেয়ে ভালো কাজ করতে পারত কি না- আমরা এই আলোচনায় যেতে চাই না। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তবে বৈরী আবহাওয়া, প্রবল স্রোত, টানা বৃষ্টি, নেটওয়ার্কহীনতা সত্ত্বেও সেনাসদস্যরা বন্যাকবলিতদের সহায়তায় কাজ করে যাচ্ছে।

ইবাংলা / জেএন / ১৯ জুন,২০২২

Contact Us