বন্যার্তদের দেখতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের দেখতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী।

Islami Bank

এর আগে হেলিকপ্টার থেকে সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তিনি।সিলেটে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। এরপর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

one pherma

মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে বের হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় হেলিকপ্টার থেকে নেত্রকোণা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার পর দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

ইবাংলা / জেএন / ২১ জুন,২০২২

Contact Us