নেত্রকোণায় বন্যার পানিতে দুই নারীর মরদেহ

ডেস্ক রিপোর্ট

নেত্রকোণার কলমাকান্দা ও কেন্দুয়ায় বন্যার পানি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) রাতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন মঙ্গলবার সকালে কেন্দুয়ার জুড়াইল হাওর ও কলমাকান্দার খারনৈ এলাকার খাগগড়া বিল থেকে মরদেহদুটি উদ্ধার করা হয়।

কলমাকান্দা থানার এসআই শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে খাগগড়া বিলের পানিতে এক নারীর অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে থানায় সংবাদ দেয় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গত বৃহস্পতিবার রাতে পাহাড়ি ঢলে উত্তর দিক থেকে ভেসে আসেন ওই নারী। তবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, মঙ্গলবার সকালে জুড়াইল গ্রামের দক্ষিণপাড়ার জুলেখা বেগম বন্যার পানি দেখার জন্য শিশুকন্যাকে নিয়ে ডিঙি নৌকায় চড়ে জুড়াইল হাওরে যান।

এ সময় প্রবল বাতাসে নৌকাটি দোল খেতে থাকলে তার ৭ বছরের মেয়ে তানজিনা পানিতে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে তিনিও ঝাঁপ দেন। এ সময় মেয়েকে তুলে নৌকায় দিতে পারলেও ডুবে যান জুলেখা। পরে আশপাশের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ইবাংলা / জেএন / ২১ জুন,২০২২

Contact Us