বাংলাদেশ থেকে ২৫ হাজার ৯৮১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৯৮১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৫৯৬ জন হজযাত্রী রয়েছেন। মোট ৭১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরব পৌঁছেন।

Islami Bank

সর্বশেষ প্রকাশিত (১৮তম) হজ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বুলেটিনে জানানো হয়, এসব হজযাত্রীকে সৌদিতে নেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ৩৯টি। অপরদিকে সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৭টি ফ্লাইট এবং বাকী ৫টি ফ্লাইট পরিচালনা করে ফ্লাইনাস এয়ার লাইন্স।

গত ৫ জুন-’২২ হতে হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট পরিচালিত হবে আগামী ৩ জুলাই। হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই।

one pherma
ইবাংলা / জেএন / ২১ জুন,২০২২

Contact Us