পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

ডেস্ক রিপোর্ট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।বুধবার (২২ জুন) মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে বিশেষ বিবেচনায় দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করা হয়েছে।

Islami Bank

আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকাটপাট খোলা রাখা যাবে। তবে ১০ জুলাইয়ের পর আবারও এসব মার্কেট, বিপণিবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

এর আগে ঈদ উপলক্ষে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার দাবি জানান দোকান মালিক সমিতি।

one pherma

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ২০ জুন থেকে দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান রাত ৮টায় বন্ধের ঘোষণা করে সরকার।

ইবাংলা / জেএন / ২২ জুন,২০২২

Contact Us