সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান এলডিপি নেতা রেদোয়ান আহমেদের জামিন বাতিল

ডেস্ক রিপোর্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, সাবেক বিএনপি নেতা ও বর্তমান এলডিপি নেতা রেদোয়ান আহমেদের জামিন বাতিল করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

Islami Bank

বুধবার (২২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ নির্দেশ দেন।একই সঙ্গে এক বছরের মধ্যে মামলাটি নিম্ন আদালতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

গত ৯ মার্চ মামলার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

one pherma

২০০৭ সালের ১৯ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ ও এক কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার তথ্য গোপন করার অভিযোগে রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ।

২০০৮ সালের ৭ জুলাই মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে একই বছর মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন রেদোয়ান আহমেদ।

ইবাংলা / জেএন / ২২ জুন,২০২২

Contact Us