পদ্মাসেতু উদ্বোধনে বরগুনা থেকে যোগ দিতে লঞ্চ যোগে সাত হাজার মানুষ

বরগুনা প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতুর। উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা থেকে মাওয়ার পথে রওয়ানা দিয়ে গেছেন প্রায় সাত হাজার মানুষ।

Islami Bank

বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন তার নিজ নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন আগ্রহীদের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যেতে হবে। এ জন্য তিনি ৩টি লঞ্চ বামনা,পাথরঘাটা ও বেতাগী থেকে অদ্য বিকেল ৩ টার সময় নেতা-কর্মীদের নিয়ে ছেড়ে গেছেন। যাতে করে রাতে কাঁঠালবাড়ী ঘাটে পৌছাতে পারেন।

অপর দিকে রাত পোহালেই দ্বার খুলবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামোর পদ্মা সেতুর। এই আনন্দ ছড়িয়েছে সব প্রান্তে। দক্ষিণের জেলা বরগুনার ছয়টি উপজেলায় এখন সাজসাজ রব। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। উৎসবের আমেজ সর্বত্র।

one pherma

পৌর শহরের প্রবেশদ্বার রঙিন পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতারা বলছেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের খবর সর্বস্তরে জানান দিতেই আমাদের এমন আয়োজন।

এ বিষয়ে বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন জানান,আজ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দক্ষিণাঞ্চলের মানুষ চিরকৃতজ্ঞ। আমরা বরগুনাবাসী আনন্দিত। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে আমার সংসদীয় তিনটি উপজেলা থেকে তিনটি লঞ্চ দিয়েছি,যাতে করে আমার আসনের মানুষ পদ্মাসেতু অনুষ্ঠানে যোগদান করতে পারেন।

ইবাংলা / জেএন / ২৫ জুন,২০২২

Contact Us