কলম্বিয়ার এক দাঙ্গায় ৫২ কারাবন্দির প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি কারাগারে দাঙ্গা চলাকালে মঙ্গলবার প্রথম প্রহরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ায় কমপক্ষে ৫২ আসামির প্রাণহানি ঘটেছে এবং আরও ২৬ জন আহত হয়েছে। জাতীয় কারাগার সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

Islami Bank

ন্যাশনাল পেনিটেনশিয়ারি অ্যান্ড প্রিজন ইনস্টিটিউটের (ইনপেক) পরিচালক টিটো ক্যাস্টেলানোস বলেন, তুলুয়া নগরীর ওই কারাগারে পুলিশের প্রবেশ ঠেকানোর চেষ্টা করলে রাত দুইটার দিকে সেখানে দাঙ্গা বেধে যায়। এ সময় দাঙ্গায় যোগ দেওয়া আসামিরা আগুন ধরিয়ে দিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ভ্যালি ডেল কউকায় স্বাস্থ্য বিভাগের প্রধান ক্রিস্টিনা লেসমাস টুইটার বার্তায় বলেন, এ ঘটনায় ‘আমরা মোট ২৬ জনকে চিকিৎসা দিয়েছি এবং ৫২ জনের লাশ পেয়েছি।’

one pherma

তিনি বলেন, ‘আমরা একেবারের আশংকাজনক অবস্থায় লোকজনকে পেয়েছি। তাদের শরীর ব্যাপকভাবে পুড়ে গেছে।’ এর আগে ক্যাস্টেলানোস ‘দাঙ্গায়’ ৪৯ জনের মৃত্যুর এবং ৩০ জনের আহত হওয়ার কথা জানিয়েছিলেন। এদের মধ্যে ছয়জন কারারক্ষী।

ইবাংলা/টিএইচকে/২৯জুন,২০২২

Contact Us