ফের বাড়ছে করোনার সংক্রমণ : স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা

মশিউর আনন্দ:

আশঙ্কাজনকভাবে ফের করোনাভাইরাস সংক্রমিত সংখ্যা বেড়েই চলছে। বিগত কয়েক মাসে করোনাভাইরাস হ্রাস পেলেও আবারো বিশ্বব্যাপী করোনা সংক্রমণের মাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। মার্চের পর এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু।

Islami Bank

বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ হাজার ২৮৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার কথা বলা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্থতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ১৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৭০ শতাংশ।

one pherma

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯০ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

করোনাভাইরাসের সংক্রমনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনসাধারনের উদ্দেশ্যে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।একইসাথে মাস্ক পরিধান করে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লখ্য যে, করোনাভাইরাস হ্রাস করার লক্ষ্যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে দেশের জনগণকে করোনা ভাইরাস বুস্টার টিকা প্রদানের কর্মসূচি চলমান রেখেছে।

ইবাংলা / জেএন / ৩০ জুন,২০২২

Contact Us