গত ১৮ই জুন ২০২২ নড়াইলে কথিত ধর্ম অবমাননা কারীকে আশ্রয় দেওয়ার অভিযোগে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসেকে হেনস্তা করা হয়।
২৭শে জুন ২০২২ সাভারের আশুলিয়ায় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকার একজন উশৃংখল শিক্ষার্থীর দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক প্রখ্যাত পদার্থ বিজ্ঞানী ডক্টর অরুণ কুমার বসাক এর নিজস্ব জায়গা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে হেনস্থা করার প্রতিবাদে ৩০ জুন ২০২২ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে শিক্ষক সমিতি উদ্দ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান বলেন, সারা দেশে শিক্ষকদের উপর ন্যক্কারজনক নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি, বঙ্গবন্ধুর এই বাংলাদেশে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানাই।
দেশেরে প্রচলিত আইনের মাধ্যমে জড়িত সকলকে গ্রেফতারের দাবি করছি, আমরা জানি সাভারের উৎপল কুমার শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। অন্যায়ের প্রতিবাদ করার জন্যই তাকে মৃত্যুর মাধ্যমে তার প্রতিদান দিতে হয়েছে। শিক্ষাঙ্গনকে নিরাপদ না করতে পারলে আমরা সফল হতে পারবো না। স্বপন কুমারকে যখন জুতার মালা পড়ানো হলো এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর নেই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, যারা এ ধরনের কাজে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা রাষ্ট্রের কাছে অনুরোধ। অপরাধী যেই হউক না কেন তাকে বিচারের আওতায় নিয়ে এসে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচার করলে কেউ আর এমন ন্যাক্কারজনক কাজ করার সাহস পাবে না।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। এছাড়া, অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সন্মানিত ডিনবৃন্দ, ইনষ্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, সন্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষক হত্যা, নির্যাতন ও নিপীরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়। সভায় আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। একইসঙ্গে নড়াইলে ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হয় এবং দোষী দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।
এছাড়া বাংলাদেশের একজন খ্যাতিমান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক এর সম্পত্তি দখল করে বিগত ১৮ বছর ধরে হয়রানি করছেন তার প্রতিবেশী এর ঘটনার সংগে জরিতদের শাস্তির আওতায় আনা এবং বসাক স্যারের জায়গা দখলমুক্ত করে তাঁকে দ্রুত বুঝে দেয়ার জোর দাবী করা হয়।
ইবাংলা / জেএন / ৩০ জুন,২০২২