মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিতে ১৬০-১৭০ রানের লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক

আধুনিক যুগে ক্রিকেটে রানের বন্যা বয়ে যায় হরহামেশাই। বিশেষ করে এশিয়া মহাদেশের বাইরে টি-টোয়েন্টি ফরম্যাটে দুই শ রানের লক্ষ্যও নিরাপদ নয় প্রতিপক্ষের জন্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টি আসার পর দেড় শ’রও বেশি ইনিংসে দুই শতাধিক ইনিংস খেলেছিল দলগুলো। এরমধ্যে দলীয় সর্বোচ্চ রানের স্কোর এখন ২৭৮। এমনকি আড়াই শতাধিক ইনিংসও আছে ৮টি।

Islami Bank

শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত রানের খেলা টি-টোয়েন্টির এই সময়েও ১৬০-১৭০ রানে চোখ বাংলাদেশের শর্টার ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। তাও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন এশিয়ার বাইরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাচ্ছে।

গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় চাপে আছে কি না দল, এমন প্রশ্ন নিয়ে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন,
‘সব দিক থেকে চাপ আসছে কি না, সব দিক থেকে না। টি-টোয়েন্টি খেলাটাই এ রকম। অনেক সময় ওপেনাররা সফল হবে, হয়তো ভালো শুরু এনে দেবে। মিডল অর্ডার হয়তো অনেক সময় সেটা নাও টেনে নিয়ে যেতে পারে। তবে কোনো একজনের দায়িত্ব নিতে হবে।

one pherma

আরও পড়ুন… দেখবেন বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি যেমন, আগের ম‍্যাচে সাকিব (আল হাসান) যেমন একটা ইনিংস খেলল, আমরা ১৬০ এর কাছাকাছি চলে গিয়েছিলাম। তো আমাদের দলে কোনো একজনের এমন ব‍্যাটিং করতে হবে, সঙ্গে ১৫, ২০ বা ৩০ রানের ক‍্যামিও ইনিংস খেললে, আমরা সব সময় ধারাবাহিকভাবে ১৬০-১৭০ রান করতে পারব।’

ইবাংলা/জেএন/৭ জুলাই,২০২২

Contact Us