শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু

ডেস্ক রিপোর্ট

আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করবেন মুসলমানরা। স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ।

Islami Bank

ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শুক্রবার (৮ জুলাই) থেকে ৪ দিনের ছুটি শুরু হচ্ছে। ঈদের ছুটি থাকবে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার)। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার ঈদে একদিন আগেই ছুটি শুরু হচ্ছে। সে হিসেবে বৃহস্পতিবারই শেষ কর্মদিবস।তাই এবার টানা চার দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

শেষ কর্ম দিবসে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু কিছু দপ্তরে উপস্থিতি ছিল কিছুটা কম।পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যার দূর-দূরান্তে যাবেন তাদের অনেকে অফিসে হাজিরা দিয়েই ছুটে গেছেন গন্তব্যের দিকে। অনেকে আবার একদিন আগেই ছুটি নিয়েছেন।

one pherma

দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় সচিবালয়ে দর্শনার্থীদের আনাগোনাও ছিল অনেকটা কম। চারদিনের ছুটি শেষে মঙ্গলবার থেকে যথারীতি অফিস শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ইবাংলা/জেএন/৭ জুলাই,২০২২

Contact Us