সারাদেশে এখন পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে ১১৬ জনের

ইবাংলা ডেস্ক

বন্যায় সারাদেশে এখন পর্যন্ত ১১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
Islami Bank
বিজ্ঞপ্তির তথ্যমতে, বন্যায় ১৬ হাজার ৯৮১ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১১৫ জনের। এরমধ্যে বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুইজন, পানিতে ডুবে ৮৯ জন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য রোগে ৯ জন মারা গেছেন।
one pherma

বন্যায় সবচেয়ে বেশি ৬৩ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ। এ জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১০ জন, নেত্রকোণায় ১৮ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রাম ৫ জন, লালমনিরহাটে ৭ জন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

ইবাংলা/বায়েজীদ/১২জুলাই,২০২২

Contact Us