সংস্কারকে জোরদারের নির্দেশনা চীনা প্রধানমন্ত্রীর

ইবাংলা আন্তর্জাতিক

দুইদিনব্যাপী এক সফরে গিয়ে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ফুচিয়ান প্রদেশের ফু চৌ ও ছুয়ান চৌ শহর পরিদর্শন করেছেন।

Islami Bank

পরিদর্শনের সময় লি খ্য চিয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চেতনায় সার্বিকভাবে নতুন উন্নয়নের চিন্তাধারায় মহামারি প্রতিরোধের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করতে হবে।

সবার উচিত বাজারের নানা প্রতিষ্ঠানের কর্মসংস্থান রক্ষা এবং গণজীবিকা নিশ্চিত করা, যাতে অর্থনীতিকে উপযোগী পর্যায়ে রাখা যায়।

ফুচিয়ান প্রদেশের বো সি সৃজনশীল অঞ্চলে লি খ্য ছিয়াং উদ্যোক্তা তরুণদের উত্সাহিত করে বলেন, গণউদ্ভাবন বেগবান করতে হলে বিশেষ করে তরুণ-তরুণীদের আরও উদ্ভাবনে উত্সাহ দিতে হবে।

one pherma

কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবনের মূল্যবোধ বাস্তবায়ন এবং সম্পদ সৃষ্টি করতে হবে। সকলের সাফল্যের আশা করেন লি খ্য ছিয়াং।

ফুচিয়ান প্রদেশের বৈদেশিক বাণিজ্যিক রপ্তানি-আমদানি কার্যবিবরণী শোনার পর লি বলেন, চীন দৃঢ়তার সঙ্গে উন্মুক্তকরণে অবিচল রয়েছে। পূর্ব-দক্ষিণ উপকূলীয় অঞ্চল হচ্ছে সংস্কার ও উন্মুক্তকরণের ফ্রন্ট।

তাই এ ফন্টের ভূমিকার যথাযথ উন্নয়ন করতে হবে। বন্দর উন্নয়নের গুরুত্বপূর্ণ জানালা এবং আমদানি-রপ্তানির গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই বন্দরের সুব্যবস্থার উদ্যোগ গ্রহণ করতে হবে।

ইবাংলা/মশিউর /১২ জুলাই,২০২২

Contact Us