বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের (বিবি) নবনিযুক্ত গভর্নর আবদুর রউফ তালুকদার দায়িত্বভার গ্রহণ করেছেন। বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে তাকে বরণ করে নেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পক্ষে ডেপুটি গভর্নরগণ নতুন গভর্নরকে ফুল দিয়ে স্বাগত জানান।

নতুন গভর্নর হিসেবে তার মেয়াদ শুরু উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদারকে গত ১১ জুন চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেন সরকার।

এদিকে মঙ্গলবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পর আবদুর রউফ তালুকদার বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই হবে ব্যাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। দ্বিতীয় বড় দায়িত্ব হলো এক্সচেঞ্জ রেটকে নিয়ন্ত্রণে আনা এবং তৃতীয় হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো। তিনি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হলেন। বাংলাদেশ ব্যাংকের প্রধান হিসেবে ফজলে কবিরের মেয়াদ গত ৩ জুলাই শেষ হয়।

তথ্যমতে, করোনার মধ্যে ২০২০ সালের অক্টোবরে রিজার্ভ প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলার অতিক্রম করে। ২০২১ সালের অগাস্টে তা রেকর্ড ৪৮ দশমিক ৬ ডলারে পৌঁছায়। পরে ওই বছরের ডিসেম্বরে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

এদিকে, কয়েক মাস ধরে রপ্তানি এবং রেমিট্যান্স প্রবাহের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের ডলারের মজুত কমেছে। ডলারের দাম বাড়ার কারণে টাকার মানও কয়েক দফায় কমে যায়। গত অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে আমদানি ব্যয় ৩৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সেই তুলনায় রপ্তানি আয় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৪৪ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

ইবাংলা/টিএইচকে/১২জুলাই,২০২২

Contact Us