দ. আফ্রিকার দু’টি বারে গুলিবিদ্ধ হয়ে ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দু’টি বারে গুলিবিদ্ধের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত আরো একজন। মঙ্গলবার (১২ জুলাই) হাসপাতালে মারা যাওয়ায় এ ঘটনায় মোট মৃত্যু হলো ২০ জনের। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।

Islami Bank

জোহানেসবার্গের অদূরে সোয়েটা শহরতলীর একটি বারে রোববার ভোরে গুলিতে ঘটনাস্থরেই ১৫ জন প্রাণ হারায়, ঔ ঘটনায় আহত আরো একজন গতকাল মারা গেলে সেখানে মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়ায়।

one pherma

অপর ৪ জনের মৃত্যু হয় শনিবার কাওয়াজুলু-নাটাল প্রদেশের পূবাঞ্চলীয় শহর পিটারমারিজবার্গের টাভার্ন এলাকায়। এখানে দুই ব্যক্তি ক্রেতাদের ওপর নির্বিচারে গুলি চালালে সেখানেও ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়।

ইবাংলা/টিএইচকে/১৩জুলাই,২০২২

Contact Us