রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার ভারপ্রাপ্ত প্রেসিডে

আন্তর্জাতিক ডেস্ক

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে বিদেশে অবস্থান করায় দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার পার্লামেন্টের স্পিকার এই ঘোষণা দেন। খবর এএফপি’র।

হাজার হাজার বিক্ষোভকারী উভয়ের পদত্যাগ দাবি করলেও স্পিকার মাহিন্দ যাপা এ্যাবেওয়ারদানা এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট রাজাপাকশে আমাকে জানিয়েছেন, দেশে অনুপস্থিত থাকায় তিনি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন।’

তার এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচার করা হয়। এর আগের খবর হচ্ছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে মালদ্বীপে পালিয়ে গেছেন এবং এর কয়েক ঘন্টা পর সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়।

ইবাংলা/টিএইচকে/১৩জুলাই,২০২২

Contact Us