হাইতির রাজধানীতে ৭ দিনে সহিংসতায় ৮৯ জন নিহত

ইবাংলা ডেস্ক

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে এক সপ্তাহে অপরাধী চক্রগুলোর মধ্যকার সহিংসতায় অন্তত ৮৯ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছে। একটি মানবাধিকার গ্রুপ বুধবার একথা জানায়। খবর এএফপির।

Islami Bank

আরও পড়ুনশ্রীলংকার প্রধানমন্ত্রীর দপ্তরে বিক্ষোভকারীদের হামলা

নিত্যপণ্য মূল্য বৃদ্ধি এবং জ্বালানি সংকটের পাশাপাশি নতুন করে সহিংসতার কারণে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি তলানীতে এসে ঠেকেছে। পোর্ট-অ-প্রিন্স’র অদূরে সোলেইল এলাকায় গত সাত জুলাই দু’টি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।

one pherma

নেশন্যাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ‘ ঐ সহিংসতায় অন্তত ৮৯ জন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৬ জন। বিবৃতিতে আরো বলা হয়, এতে ৭৪ জন গুলিবিদ্ধ হয়ে কিংবা ছুরিকাঘাতে আহত হয়েছে।

ইবাংলা/বায়েজীদ/১৪জুলাই,২০২২

Contact Us