পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে কূটনীতিকদের সম্মানে ঈদ পুনর্মিলনী

মশিউর আনন্দ:

বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন।

প্রধানগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্তমান ও সাবেক কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে কূটনীতিকদের সম্মানে এবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনশিশুদের বিশেষ চাহিদা সম্পন্ন মেধা বিকাশে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান। এসময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ঈদ পুনর্মিলনীতে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের গভীরতা আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে।

আরও পড়ুনসারাদেশে এখন পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে ১১৬ জনের

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঈদের কুশলাদি বিনিময় করেন। ঈদ পুনর্মিলনীর মাধ্যমে কূটনীতিকবৃন্দের সাথে কুশলাদি বিনিময়ের উদ্যোগের জন্য অতিথিবৃন্দ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান।

ইবাংলা/বায়েজীদ/১৪জুলাই,২০২২

Contact Us