ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

মেক্সিকোর সিনালোয়া রাজ্যে নৌবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত এবং একজন আহত হওয়ার খবর দিয়েছেন ভারতীয় একটি গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

Islami Bank

আরও পড়ুন…এম ২৭০ অত্যাধুনিক রকেট-লঞ্চার কিয়েভে

শুক্রবার (১৫ জুলাই) নৌবাহিনীর কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় নৌবাহিনীর একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৪ জন নিহত ও একজন আহত হয়েছে।

one pherma

দেশটির নৌবাহিনী আরো জানিয়েছে, বিধ্বস্তের কারণ জানতে অনুসন্ধান চলছে, তবে এখনও দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, শুক্রবার নৌবাহিনী ড্রাগ লর্ড রাফায়েল ক্যারো কুইন্টেরোকে আটক করেছে। তবে এই ঘটনার সঙ্গে কুইন্টেরোর গ্রেফতারের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনও জানা যায়নি।

ইবাংলা/টিএইচকে/১৬জুলাই,২০২২

Contact Us