দেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৩০ জনে। এছাড়াও গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জনে।

Islami Bank

আরও পড়ুন…সারাদেশে এখন পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে ১১৬ জনের

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন। ২৪ ঘন্টায় ৭ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়।

one pherma

পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন ঢাকার ও অন্য ১ জন চট্টগ্রামের। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী।

ইবাংলা/জেএন /১৬জুলাই,২০২২

Contact Us