রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

ডেস্ক রিপোর্ট

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে । রোববার (১৭ জুলাই) সংলাপের প্রথম দিনে রাজধানীর নির্বাচন ভবনে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বসছে ইসি।

Islami Bank

সংলাপের সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় শুরুতে গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) এবং পরে বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে বসছে ইসি।

আরও পড়ুন…সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩২, পেট ফেটে শিশুর জন্ম

নির্বাচন কমিশন জানায়, প্রতিদিন চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। তিনটি বড় রাজনৈতিক দলের (আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি) জন্য বরাদ্দ দুই ঘণ্টা এবং বাকি দলগুলোর জন্য বরাদ্দ এক ঘণ্টা। আগামী ২০ জুলাই বিএনপির সঙ্গে এবং ৩১ জুলাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

তবে বিএনপি এবং তাদের জোটভুক্ত তিনটি দলের সংলাপে অংশ নেওয়ার সম্ভাবনা কম। এ ছাড়া কিছু বামপন্থী এবং ধর্মভিত্তিক দলও সংলাপে না বসার সম্ভাবনা রয়েছে। গত জুন মাসে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কিন্তু এতে ১১টি রাজনৈতিক দল অংশ নেয়নি।

one pherma

আরও পড়ুন…ক্যারিবীয়দের তৃতীয়বার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

দলগুলো হলো বিএনপি, সিপিবি, বাসদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

এর আগে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সম্পাদক, নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করেছে কাজী হাবিবুল আউয়ালের কমিশন। তারা জানায়, এসব সংলাপে পাওয়া পরামর্শগুলো পর্যালোচনা করে আগামী নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করা হবে।

ইবাংলা/জেএন /১৭ জুলাই,২০২২

Contact Us