কাপ্তাই হ্রদে অবৈধ মাছ শিকার বন্ধে নৌ পুলিশের অভিযান

ডেস্ক রিপোর্ট

জেলায় কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। সোমবার (১৮জুলা্দই) কাপ্তাই হ্রদের সুবলং এলাকায় তিন ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মশারী জাল, কারেন্ট জালসহ প্রায় তিনলাখ মিটার নিষিদ্ধ পাতানো জাল উদ্ধার এবং কয়েকটি জাক ভেঙ্গে অপসারণ করা হয়।

Islami Bank

আরও পড়ুন …ঢাকাসহ দেশে নতুন ৬৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

one pherma

অভিযানকালে চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভুৃঁইয়া, রাঙ্গামাটি সদর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইরফানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে কাপ্তাই হ্রদে তিনমাস সবধরনের মাছ শিকার, পরিবহন ও বাজারজাত নিষিদ্ধ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

ইবাংলা/জেএন/১৮জুলাই,২০২২

Contact Us