মধুপুর ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন

মধুপুর ,টাঙ্গাইল

টাঙ্গাইলের মধুপুরের ৬ টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।(২৪ জুলাই) মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে শপথ গ্রহন অনুষ্ঠিত হয় ।

Islami Bank

এ অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মিসেস যষ্ঠিনা নকরেক, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহি উদ্দিন৷

one pherma

মধুপুর উপজেলার কুড়ালিয়া, মহিষমারা,বেরিবাইদ, আউশনারা,কুড়াগাছা ও শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ বাক্য পাঠ করান মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।শপথ গ্রহন শেষে সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের নব নির্বাচিত সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ইবাংলা/জেএন/২৪ জুলাই,২০২২

Contact Us