গাজীপুরে এসি কম্প্রেসার বিষ্ফোরণে দুইজন নিহত

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় জেনারেটরের এসি কম্প্রেসার বিষ্ফোরণে দুই জন নিহত হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গার্মেন্টসে এঘটনা ঘটে।

Islami Bank

নিহত সাগর ইসলাম (২৪) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। সে এলিগেন্ট গার্মেন্টসে এসি ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিল। অপরজন সোহেল ইসলাম (২৫) ফরিদপুর জেলার সদরপুর থানার নইরশি গ্রামের জয়নাল তালুকদারের ছেলে।

আরও পড়ুন…কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ২০ হাজার টাকা জরিমানা

one pherma

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, কারখানার জেনারেটর এর এসি কম্প্রেসার মেশিন বিকল ছিল। পরে এসির কম্প্রেসার মেশিনটি সাগর ও সোহেল মেরামতের কাজ করছিল। মেরামত শেষে কম্প্রেসার মেশিনটি চালু করার সাথে সাথেই সেটি বিকল শব্দে বিষ্ফোরণ হলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সাগর ও সোহেলের মরদেহ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তাদের শরীর ও মুখ মন্ডল ঝলসে গিয়েছে।

ইবাংলা/জেএন/২৪ জুলাই,২০২২

Contact Us