ইবিতে ছাত্রলীগের মাদকবিরোধী মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুলাই) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনের কর্মীরা এ মিছিলের আয়োজন করে।

Islami Bank

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন…গাজীপুরে ক্রিকেট খেলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ; ককটেল নিক্ষেপ!

সংগঠনটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জোবায়ের রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন কাজী সালমান সাকিব, নিশাত সরকার বাধন, আরিফুল ইসলাম, রাকিব শাহরিয়ার নিশাতসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

one pherma

এ সময় আলোচনা সভায় জোবায়ের রহমান বলেন, ইবিতে মাদকের কারণে অনেক শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে গেছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি ষোষণা করেছেন।

আরও পড়ুন…“জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ”

আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মাদক বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এসেছি এবং করবো। ক্যাম্পাসে মাদক নির্মূলে কর্তৃপক্ষের দৃঢ় পদক্ষেপ কামনা করছি।

ইবাংলা/জেএন/২৫ জুলাই,২০২২

Contact Us