ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ফুলবাড়ীতে আদিবাসীদের আনন্দ শোভাযাত্র

দিনাজপুর প্রতিনিধি

দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ফুলবাড়ীতে আদিবাসী উন্নয় সমিতি ও বাংলাদেশ সারি-সারণা গাঁওতাদের আনন্দ শোভাযাত্র।

Islami Bank

 সোমবার (২৫জুলাই) সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী শহীদ মিনার চত্তর থেকে ফুলবাড়ী উপজেলা উন্নয়ন সমিতি ও বাংলাদেশ সারি-সারণা গাঁওতা এর সভাপতি চুন্নু টুডুর নেতৃত্বে এর বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

আরও পড়ুন…রোগ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ী আত্মহত্যা

আনন্দ শোভাযাত্রার র‌্যালিটি ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার মাঠে এসে শেষ হয়। এতে ফুলবাড়ী উপজেলা উন্নয় সমিতি’র সভাপতি চুন্নু টুডু বলেন, আনন্দর দিন ইতিহাসের এই দিনে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের উজ্জল নক্ষত্র দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা ভারতবাসীকে অভিনন্দন জানাচ্ছি।

one pherma

এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন, আহব্বায়ক সাহেব মুরমু বাংলাদেশ সারি-সারণা গাঁওতা ফুলবাড়ী শাখা, শাঞ্জু হাঁসদা সাধারণ সম্পাদক উপজেলা আদিবাসী উন্নয় সমিতি। এ সময় ফুলবাড়ী উপজেলা ৫শতাধিক আদিবাসী আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

আরও পড়ুন…দেশসেরা জবির রসায়ন বিভাগকে সংবর্ধনা

আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ সারি-সারণা গাঁওতা এবং বেসিক এনজিও। এছাড়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/২৫ জুলাই,২০২২

Contact Us