ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নামাজে জানাজা জাতীয় ঈদগাহে ময়দানে অনুষ্টিত হয়েছে। এর আগে মরহুমের লাশ সোমবার (২৫ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে দেশে এসে পৌঁছেছে।

Islami Bank

আরও পড়ুন…বিশ্ব আইভিএফ দিবস উদযাপন ও দীপশিখা ইনফার্টিলিটি কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউইয়র্ক থেকে এয়ার এমিরেটসের বিমানে তাঁর লাশ দেশে আসে। এর আগে রোববার স্থানীয় সময় বাদ জোহর নিউইয়র্কের জ্যামাইকার মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বাসস’কে এ বিষয়টি নিশ্চিত করেন।

one pherma

তিনি জানান, মরদেহ বাংলাদেশে আনার পর দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। সুপ্রিম কোর্ট থেকে মরহুমের মরদেহ নেয়া হবে গাইবান্ধায়। সেখানকার ভরতখালী স্কুল মাঠে বিকেল ৩ টায় তার জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে ফজলে রাব্বী মিয়ার লাশ।

ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন ছিলেন। গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ সময় শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তিনি সেখানে মারা যান।

ইবাংলা/টিএইচকে/২৫জুলাই,২০২২

Contact Us