দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

ডেস্ক রিপোর্ট

গত কয়েক দিনে করোনায় মৃত্যু এবং শনাক্ত উভয় সূচক কমেছে। কয়েক দিন ধরে করোনার কারণে মৃত্যু এবং শনাক্ত ওঠানামা করছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেখা যায় গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও চারজনের। আর শনাক্ত হয়েছে ৬১৮ জনের। মৃত চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

আরও পড়ুন…বর্তমান সময়ে ট্রল নয়, খেলায় মনোযোগ মিঠুনের

এর আগে বুধবার মৃত্যু হয়েছে ৫ জনের। আর শনাক্ত করা হয়েছে ৬২৬ জনের। দেশে এপর্যন্ত ২৯ হাজার ২৮৪ জনের প্রাণ গেল এই ভাইরাসে। আপর দিকে মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জন।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে ৯ হাজার ৩৯৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩৩৮টি নমুনা। শনাক্তের হার ছয় দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।

ইবাংলা/জেএন/২৮ জুলাই,২০২২

Contact Us