গণভোটের সমালোচনার প্রশ্নে মার্কিন দূতকে ডেকেছেন তিউনিস

আন্তর্জাতিক ডেস্ক

তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার মার্কিন চার্জ দ্য’অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে। এ সপ্তাহে অনুষ্ঠিত সাংবিধানিক গণভোট এবং দেশটির রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে মার্কিন কর্মকর্তাদের দেওয়া ‘অগ্রহণযোগ্য’ বিবৃতির নিন্দা জানাতে তাকে ডেকে পাঠানো হয়।

আরও পড়ুন…সোনালী আঁশের দিন কি আবার ফিরে আসছে

তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন ও আমেরিকার রাষ্ট্রদূতসংক্রান্ত মনোনীত ব্যক্তি জো হুডের সাম্প্রতিক বক্তব্য প্রশ্নে মার্কিন দূতাবাসের বর্তমান শীর্ষ কর্মকর্তা নাতাশা ফ্রান্সাচিকে তাদের সদরদপ্তরে ডেকে পাঠান।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী অথমেন জেরান্দি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপের কঠোর নিন্দা এবং মার্কিন কর্মকর্তাদের সমালোচনার ব্যাপারে ‘বিস্ময়’ প্রকাশ করেন। মার্কিন কর্মকর্তাদের সমালোচনার ব্যাপারে তিনি বলেন, এর সাথে তিউনিসিয়ার বাস্তব পরিস্থিতির কোন মিল নেই।

আরও পড়ুন…অটোরিকশার তিন যাত্রী ট্রাকের ধাক্কায় নিহত

এর কয়েক ঘণ্টা আগে জেরান্দি প্রেসিডেন্ট কায়িস সাঈদের সাথে সাক্ষাত করেন। তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোন ধরনের হস্তক্ষেপের তার প্রত্যাখানের অভিব্যক্তি ব্যক্ত করেন। সাঈদ বিবৃতিতে তিউনিসিয়ার নতুন সংবিধান বিষয়ে অনুষ্ঠিত গণভোটের ব্যাপারে প্রধানত যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সমালোচনার কথা উল্লেখ করেন।

প্রায় ৯৫ শতাংশ ভোটারের সমর্থনে সোমবার এ সংবিধান অনুমোদিত হয়। তবে এ নির্বাচনে মাত্র ৩০.৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। খবর এএফপি’র।

ইবাংলা/জেএন/৩০ জুলাই,২০২২

Contact Us