ইবিতে গুচ্ছের অধীনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্ববদ্যালয় প্রতিবেদক:

গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চারটি ভবনে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ইবি কেন্দ্রে ৪৩৪৭ জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষা কেন্দ্রে প্রায় ৯৫% শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Islami Bank

আরও পড়ুন…নোয়াখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জামাতের বিক্ষোভ মিছিল

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর হোসনে ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভর্তিচ্ছু জান্নাতুল মাওয়া শ্রাবণী বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। প্রশ্নের মান আমার কাছে মিডিয়াম মনে হয়েছে।

বিশ্ববদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, সুষ্ঠুভাবে গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো সমস্যার বিষয়ে অবহিত হয়নি।

one pherma

উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট বি-(মানবিক) ইউনিট এবং ২০ আগস্ট সি-(বাণিজ্য) ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা হতে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন…পিএসসির শর্ত ভঙ্গ ও ট্রাইব্যুনালের আদেশ অমান্য করে পদোন্নতি

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় (গুচ্ছভূক্ত বাহিরে) ২৭ আগস্ট ডি-ইউনিটের এবং ২৮ আগস্ট শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দু’টি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।

ইবাংলা/জেএন/৩০ জুলাই,২০২২

Contact Us