গাড়িবোমা হামলায় পুতিন গনিষ্ট দুগিনের কন্যা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরপুতিনের ঘনিষ্ঠ মিত্র দার্শনিক আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা মস্কোর কাছে গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন।। স্থানীয় সময় গণমাধ্যমে বলছে,শনিবার (২০ আগস্ট) মস্কোর কাছে একটি জাতীয় সড়কের ওপর তার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতেই নিহত হন ৩০ বছর বয়সী দারিয়া দুগিন।

Islami Bank

রাশিয়ার তদন্ত কমিটি বলছে, দারিয়া দুগিন নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তাদের ধারণা দারিয়া নন, এই হামলার মূল টার্গেটে ছিলেন তার বাবা। দারিয়ার বাবা আলেকজান্ডার দুগিন রাশিয়ার একজন দার্শনিক, যিনি ‘পুতিনের মস্তিষ্ক’ নামে পরিচিত।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

জানা গেছে, আলেকজান্ডার দুগিন এবং তার কন্যাকে মস্কোর কাছে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেখানে আলেকজান্ডার বক্তব্য রাখেন। পুতিনের সহযোগী আলেকজান্ডার দুগিনের কন্যা গাড়িবোমা বিস্ফোরণে নিহত

one pherma

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার রাতে মস্কোর কাছে একটি গ্রামে দাঁড় করানো ছিল দায়িরার ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িটি। রাতে একটি অনুষ্ঠান দেখে ফেরার পর দারিয়া ওই গাড়িতে ওঠামাত্র তাতে বিস্ফোরণ ঘটে। এতেই নিহত হন তিনি। দারিয়া দুগিন ছিলেন একজন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।

সিসিটিভি ফুটেজে দেখা যায় যে বিস্ফোরণের পর গাড়িটি দাউদাউ করে জ্বলছে। এমনকি, ওই গাড়িটির কাছে দাঁড়ানো একটি ট্রাকেও আগুন ধরে যায়। পরে অন্য একটি গাড়ি করে ঘটনাস্থল ছেড়ে যান আলেকজান্ডার দুগিন।এ ‘হামলার’ পেছনে ইউক্রেনীয়দের হাত হয়েছে বলে দাবি করছেন পুতিনের সহযোগীরা। সূত্র: বিবিসি, রয়টার্স

ইবাংলা/জেএন/২১ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us