প্রাক্তন প্রেমিকা সালমান খান কে ‘নারী নির্যাতক’ বললেন…

আন্তর্জাতিক ডেস্ক

সালমান খান বলিউডের সিঙ্গেল ভাইজান। তার জীবনে মহিলাদের আনাগোনা হয়নি বললে ভুল হবে। তবে এখনও সংসার পেতে ওঠা হয়নি। তাকে দেখলেই সবার একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন সালমান? এই প্রশ্নের মাঝেই নতুন অভিযোগ তুললেন সালমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি।

Islami Bank

তিনি বলেছেন, ‘সালমান নারী নির্যাতক, তিনি বিকৃতমনা, অসুস্থ। ভগবান ভেবে তাকে পূজা করা বন্ধ হোক।’একসময় ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান। শোনা যায়, তখনও অভিনেত্রীর উপর সালমানের অত্যাচারের জন্যই ভেঙে যায় তাদের সম্পর্ক।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

পাকিস্তানি অভিনেত্রী সোমি আলীর বলিউড অভিষেক ঘটেছিল গত শতকের ৯০ এর দশকের শুরুতে। তখনই সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তাদের প্রেম টিকেছিল ১৯৯৯ সাল পর্যন্ত।

one pherma

একটি সিনেমাতে তারা জুটি বেঁধেছিলেন, কিন্তু তা আলোর মুখে দেখেনি।নায়কের প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির পোস্টার অনুরাগীদের মধ্যে ভাগ করে নিয়ে সোমি লিখেছেন, ‘আপনারা ওকে পূজা করা বন্ধ করুন। ও অসুস্থ। অন্যকে দুঃখ দিয়ে আনন্দ পায়। শুধু আমাকে নয়, এমন বহু নারীর উপর অত্যাচার করেছে সালমান’।

আরও পড়ুন…পিএসসির শর্ত ভঙ্গ ও ট্রাইব্যুনালের আদেশ অমান্য করে পদোন্নতি

সোমির সঙ্গে একটি ছবিতে অভিনয়ের কথা ছিল সালমানের। কিন্তু মাঝপথেই আটকে যায় সেই ছবি। সেই সময় সালমানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সোমি। তবে অভিনেত্রীর এই অভিযোগের বিরুদ্ধে এখনও মুখ খোলেননি সালমান বা তার পক্ষের কেউই।

ইবাংলা/তরা/২১ আগস্ট ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us