পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠার সুযোগ থাকছে রাজস্থান রয়েলসের

ক্রীড়া ডেস্ক :

আইপিএল এর ৪০তম ম্যাচে সোমবার বাংলাদেশ সময় রাত ৮ টায় মাঠে নামছে মোস্তাফিজের রাজস্থান রয়েলস। আইপিএলের প্লে অফ নিশ্চত করতে সানরাইজার্স হায়দরাবাদ এর বিপক্ষে এ ম্যাচে জয় পেতেই হবে মোস্তাফিজদের।

Islami Bank

আইপিএলের এ আসরে ৯ ম্যাচ খেলে ৪ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে রাজস্থান রয়েলস। আজকের ম্যাচে জয় লাভ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠার সুযোগ থাকছে মোস্তাফিজের দলের। এই ম্যাচে তাই জয়ের কোন বিকল্প নেই। অপরদিকে ৯ ম্যাচ খেলে ১ টি তে জয় পাওয়া সানরাইজার্স হায়দরাবাদের জন্য আজকের ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচই বলা চলে।

one pherma

রাজস্থানের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে খেলছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এছাড়া একাদশে সম্ভাব্য আরো থাকবেন – জশস্বী জাসওয়েল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, এমকে লমরর, রায়ান পরাগ, রাহুল তেয়াতিয়া, কার্তিক তিয়াগি, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান, তাবরেজ শামস।

ইবাংলা/টিপি/২৭ সেপ্টেম্বর

Contact Us