৭৭ বছর বয়সে অবশেষে ভোটার হলেন সাবেক গোরিলা নেতা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যেতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে (সন্তু লারমা)। বাংলাদেশের ভোটার হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ দিনের অভিমান ভাংলেন তিনি। জেলা নির্বাচন কমিশন সূত্রে তার ভোটার হওয়ার খবরটি জানা যায়।
মূলত কোভিড-১৯ এর টিকা নেয়ার জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হওয়ায় তিনি ভোটার তালিকায় নিজের নাম ওঠান। এবং অস্থায়ী জাতীয় পরিচয়পত্র দিয়ে ইতোমধ্যেই কোভিড-১৯ এর টিকাও নিয়েছেন তিনি। স্বাস্থ্য বিভাগের একটি সূত্র হতে খবরটি নিশ্চিত করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, নিয়মানুসারে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করেছেন এবং আমরা তাকে অন্তর্ভুক্ত করেছি। তিনি সেই অনুসারে জাতীয় পরিচয়পত্রও পাবেন। গত ২৯ আগস্ট তিনি ভোটার হয়েছেন।
প্রসঙ্গত, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও তিন পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকা প্রণয়ণ না হওয়ায় তিনি ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। অবশেষে অভিমান ভুলে তিনি ভোটার হলেন।
ইবাংলা/টিপি/ ২৭ সেপ্টেম্বর