কর্মবিরতির ডাক দিয়েছে রাইড শেয়ারিং চালকেরা

নিজস্ব প্রতিনিধি :

৬ দফা দাবিতে কাল সারা দেশে কর্মবিরতির ডাক দিয়েছে অ্যাপভিত্তিক ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংয়ে ১০ শতাংশ কমিশন নির্ধারণ, পুলিশি হয়রানি বন্ধসহ ৬ দফা দাবির মধ্যে আরও রয়েছে, অ্যাপস নির্ভর শ্রমিকদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেয়া, ‘ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রাইড শেয়ারিংয়ের যানবাহন দাঁড়ানোর জায়গা করে দেয়া’, ‘তালিকাভুক্ত রাইড শেয়ারকারী যানবাহনকে গণপরিবহণের আওতায় এডভান্স ইনকাম ট্যাক্স মুক্ত রাখা।

Islami Bank

২৮ সেপ্টেম্বর এ কর্মবিরতি পালন কারা হবে। কর্মবিরতির পাশাপাশি নিজ নিজ বিভাগীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকাল ৯টায় দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নিবে রাইড শেয়ারিং চালকেরা। সোমবার রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের অহেতুক মামলায় ক্ষুদ্ধ হয়ে এক পাঠাও চালক নিজ বাইকে আগুন দেয়ার পরই এ কর্মবিরতির ডাক দেয় রাইড শেয়ারিং চালকরা।

one pherma

ইবাংলা/টিপি/২৭ সেপ্টেম্বর

Contact Us