নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি।

ইবাংলা প্রতিবেদন

একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

Islami Bank

২৪ আগস্ট বুধবার দুপুর ১২টা থেকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়।

আরও পড়ুন…চীন-ইউরোপ রেলপথ কিছু বন্দরকে লজিস্টিক কেন্দ্রে পরিণত করেছে 

জানা যায় যে, আজ বুধবার বিকেল ৩টায় বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার বুড়ইল ইউনিয়ন বিএনপি স্থানীয় কর্মী সমাবেশ আহ্বান করে। অন্যদিকে একই স্কুলমাঠে একই সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে সমাবেশের আহ্বান করে।

one pherma

এদিকে সকাল থেকে দুই পক্ষই সমাবেশের প্রস্তুতি নেয়। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুধবার দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই মাঠে ১৪৪ ধারা জারি করে। একই সঙ্গে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন।

আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শিফা নুসরাত জানান, বুধবার বিকেলে একই স্থানে দুই পক্ষের সমাবেশ আহ্বান করেছেন। তবে সহিংসতা এড়াতে আজ বুধবার দুপুর থেকে ১৪৪ থারা জারি করা হয়েছে। কোনো পক্ষকেই সেখানে সভা সমাবেশ করতে দেওয়া হবে না।

ইবাংলা/তরা/২৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us