নব-নির্বাচিত সভাপতি রিক্তাকে দলীয় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা যুব মহিলা লীগের সভাপতি হয়েছেন বীরমুক্তিযোদ্ধার সন্তান সঞ্চিতা হক রিক্তা। তিনি নড়াইল সদর উপজেলার হবখালী ইউপি চেয়ারম্যান টিপু সুলতানের সহধর্মিনী।

Islami Bank

জেলা যুব মহিলা লীগ সভাপতি সঞ্চিতা হক রিক্তার আপন ছোট বোন বিয়ে করেছেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা। সঞ্চিতা হক রিক্তাকে নড়াইল জেলা যুব মহিলা লীগের সভাপতি নির্বাচিত করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রিয় যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নব নির্বাচিত নড়াইল জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তাকে অভিনন্দন জানিয়েছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বিশ্বাস ও সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু ।

আরও পড়ুন…প্রথমবারের মতো জবিতে অ্যাপ শোক্যাসিং কম্পিটিশন অনুষ্ঠিত

one pherma

জেলা মহিলা লীগের সভাপতি রাবেয়া ইউছুফ ও সাধারণ সম্পাদক ইসমত আরা, জেলা কৃষক লীগের সভাপতি এসএম মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম,জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্জ্ব ওয়াহিদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম পলাশ।

জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভূইয়া ও সাধারণ সম্পাদক স্বপ্নিল সিকদার নীল সহ বাংলাদেশ আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতি নির্বাচিত হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে সকলেই তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন…SciFinder এর উদ্বোধন ও বেসিক ট্রেইনিং অনুষ্ঠিত

এক প্রতিক্রিয়ায় নড়াইল জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি দলীয় কার্যক্রম আরোও বেগবান করবেন।

ইবাংলা/জেএন/০৭ সেপ্টেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us