বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ইবি শিক্ষার্থী তামান্নার স্বর্ণপদক জয়

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার স্বর্ণপদক অর্জন করেছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত অ্যাথলেটিকস ডিসিপ্লিনের ১৫ কিলোমিটার ম্যারাথনে তিনি প্রথম স্থান অধিকার করেন। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

Islami Bank

আরোও পড়ুন……‘ভালো কাজের হোটেল’

তিনি বলেন, আজকের প্রতিযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয় থেকে তামান্না প্রথম স্থান অধিকার করে। এছাড়া এবছর বিশ্ববিদ্যালয় থেকে মোট ১২ ইভেন্টে আমাদের শিক্ষার্থীরা অংশ নেবে।

one pherma

এদিকে তামান্না আক্তারের কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ হাসান রাসেল এমপি’র হাত থেকে পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। আশা করি এই পারফরম্যান্স ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’-এই শ্লোগানে ১২৫টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু তৃতীয় আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ডিসিপ্লিনের খেলা।

ইবাংলা/আরএস/৯ সেপ্টেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us