গ্রেফতার হলেন এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক

ডেস্ক রিপোর্ট

প্রতারণার মামলায় এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানার পুলিশ। গতকাল সোমবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Islami Bank

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুর রহমানের বিরুদ্ধে মামলা আছে। এই মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

one pherma

গুলশান থানার পুলিশ জানায়, আবদুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলাটি করেন বজলুর রশীদ নামের এক ব্যক্তি। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, প্রতারণার অভিযোগে আদালতে দায়ের করা মামলায় আবদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে আদালতে পাঠানো হবে।

Contact Us