ত্রিলোকের আয়োজনে কবি নূরুল হুদার জন্মদিন

ইবাংলা প্রতিবেদন

সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি, জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার ৭৩তম জন্মদিন উপলক্ষে ত্রিলোকের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘দরিয়ানগরের বরপুত্র’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান।

Islami Bank

গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আবৃত্তি সংগঠন ‘ত্রিলোক বাচিক পাঠশালা’র আয়োজনে কবি মুহম্মদ নূরুল হুদার জন্মবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে কবির লেখা কবিতা আবৃত্তি করবে ত্রিলোকের আবৃত্তিশিল্পীরা।

আরও পড়ুন…দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু

কবি মুহম্মদ নূরুল হুদার জন্মতিথির অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাসুম আজিজুল বাশার বলেন, একজন কবির জন্মদিন হলো জৈবিক, প্রকৃত জন্মদিন হয় তার লেখা প্রতিটি কবিতায়। কবি মুহম্মদ নূরুল হুদার কবিতার আমি একজন অনুরক্ত পাঠক। কবির জন্ম শুধু মাতৃগর্ভেই নয়, মাটিও তাকে জন্ম দেয়। কবিতা হলো চিরসবুজ, চির নবীন। কবি নূরুল হুদার কলম আরও তীক্ষ্ণ হবে, এ প্রত্যাশা রাখি।

one pherma

১৯৬০-এর দশকে ঢাকায় লেখক সংগ্রাম শিবির প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করেছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন।

উল্লেখ্য, মুহম্মদ নূরুল হুদা কবি, ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। ১৯৪৯ সালে আজকের দিনে তিনি কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

ইবাংলা/জেএন/০১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us