বিশ্বে ফের বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

স্বাস্থ্য বার্তা ডেস্ক

বিশ্বমহামারি সারা বিশ্বে ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ১৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ কোটি ৬০ লাখ ৬৩ হাজার ২৫৯ জন।

Islami Bank

এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১ হাজার ১৬৬ জনের। বিশ্বে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫৯ হাজার ৩১৭ জনে। শনিবার (৮ অক্টোবর) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন…ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৪৪ মৃত্যু ২

তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ২২৯ জনের মৃত্যু হয়েছে।শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫২৪ জন। এরপর প্রাণহানিতে শীর্ষে রয়েছে জার্মান ও রাশিয়া। এছাড়া সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মান, তাইওয়ান, ইতালি ও ফ্রান্সে।

one pherma

জার্মানিতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১২৯ জনের এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ২৬৫ জন । ইতালিতে মৃত্যু হয়েছে ৬২ জনের এবং শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৬৬৫ জনের দেহে।

ফ্রান্সে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২২ জনের। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৩৫৭ জন। রাশিয়ায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। এ সময় করোনায় আক্রান্ত হয়েছে ২২ হাজার ২৬৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us