ভারতকে হারাতে বাংলাদেশের চাই ১৬০

ইবাংলা প্রতিনিধি

নারী এশিয়া কাপের ১৫তম ম্যাচে বাংলাদেশকে বড় টার্গেট দিলো ভারত নারী দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করেছে তারা।

ওপেনিং জুটিতেই ১২ ওভারে ৯৬ রান তুলে ফেলে ভারত। শেফালি ভার্মাকে বোল্ড করে এ জুটি ভাঙেন রুমানা আহমেদ। ৪৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৫ রান করেন শেফালি। আরেক ওপেনার স্মৃতি মন্দানার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৭ রান। তিনে নামা জেমিমা রদ্রিগেজ ২৪ বলে ৬ বাউন্ডারিতে ৩৫ রানে অপরাজিত থাকেন।

আরও পড়ুন…কমতে শুরু করেছে, নিত্যপণ্যের দাম: পরিকল্পনামন্ত্রী

নারী এশিয়া কাপে নিজেদের চতুর্থ তম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে ভারতের। এই ম্যাচে বাংলাদেশকে বড় এক চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে ভারত। শেফালি ভার্মার অর্ধশতক আর স্মৃতি মান্ধানার দারুণ ব্যাটিংয়ে দলটি তুলেছে ১৫৯ রান। জয়ের জন্য বাংলাদেশের চাই ১৬০ রান।

বাংলাদেশের বিপক্ষে শনিবার (৮ অক্টোবর) টসে জিতে ব্যাট করতে নামে ভারত। স্মৃতি আর শেফালির কল্যাণে উড়ন্ত সূচনা পায় দলটি। পাওয়ারপ্লেতে তুলে ফেলে ৫৯ রান। ভারতের প্রথম উইকেটের পতন হয় ৯৬ রানে। স্মৃতি মান্ধানা ফেরেন ৪৭ রান করে।

আরও পড়ুন…ঢামেক-ঢাবিতে সংঘর্ষে ছাত্রলীগের দুই মামলা

এরপর শেফালির ইনিংস সর্বোচ্চ ৪৪ বলে ৫৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৫৯ রান করে ভারত। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন রুমানা আহমেদ।

ইবাংলা/জেএন/০৮ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us