ত্বকের যত্নে কফি 

ইবাংলা ডেস্ক

ত্বকে ঝটপট উজ্জ্বলতা নিয়ে আসার পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতে কফির প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। জেনে নিন কেন এবং কীভাবে কফি ব্যবহার করবেন ত্বকের যত্নে। এটি উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতেও সাহায্য করে।

Islami Bank

চোখের ফোলা ভাব দূর করতে :
চোখের ফোলা ভাব কমাতে কুসুম গরম পানির সঙ্গে কফি মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি তুলায় ভিজিয়ে চোখের আশপাশের ত্বকে লাগান।

ব্রণ দূর করতে:
ব্রণের জন্য দায়ী জীবাণু ধ্বংস করতে সক্ষম কফিতে থাকা অ্যান্টি- ব্যাকটেরিয়াল উপাদান। ভেজা ত্বকে কফির গুঁড়ো লাগিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

কফির কার্যকরী প্যাক:
কফি দিয়ে একটি কার্যকরী প্যাকও বানিয়ে নিতে পারেন। ৩ চা চামচ কফি, ১ টেবিল চামচ বেসন, ৩ চা চামচ মধু ও ২ চা চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

one pherma

রোদে ক্ষতিগ্রস্ত ত্বকের যত্নে:
রোদে পোড়া দাগ দূর করতে কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

দাগ দূর করতে:
ত্বকের মেছতা বা যেকোনো ধরনের দাগ দূর করতে কফির সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

রুক্ষ ত্বকে প্রাণ ফেরাতে:
অলিভ অয়েল ও কফি মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এটি ত্বকের রুক্ষতা ও শুষ্কতাকে দূর করবে। এই দুই উপাদান অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বক করবে মসৃণ ও উজ্জ্বল। তবে ত্বকে যেকোনো প্যাক দেওয়ার আগে হাতের উপরিভাগে কিছুক্ষণ প্যাকটি লাগিয়ে রাখুন, যদি হাতে কোনো জ্বালা না করে তখন প্যকটি মুখে মাখাবেন। কারণ, লেবু অনেকের স্কিনেই জ্বালা করে।

ইবাংলা/জেএন/১০অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us