বিদ্যালয়ে ক্লাসের সময় বালুবাহী ট্রাক্টর চলাচল বন্ধ না হলে ধর্মঘট

ডেস্ক রিপোর্ট

হবিগঞ্জের চুনারুঘাট রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়ক দিয়ে বিদ্যালয়ের ক্লাসের সময় বালুবাহী ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রছাত্রীরা। মানববন্ধনে দাবি আদায় না হলে বিদ্যালয় খোলার পর ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়। আজ রবিবার সকাল ১১ টায় চুনারুঘাট-বাল্লা সড়কের রাজার বাজারে মানববন্ধন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকার লোকজন।

Islami Bank

পরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক তাদের দাবি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এক ঘন্টা পর মানববন্ধন প্রত্যাহার করে তারা।

one pherma

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চুনারুঘাট খোয়াই নদী থেকে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করে রাজার বাজারের পাশে ডিপোতে ট্রাক্টর দিয়ে নিয়ে আসে। বিদ্যালয়ের পাশ দিয়ে শত শত ট্রাক্টর বেপরোয়া গতিতে আসা-যাওয়ায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিঘ্ন ঘটে। ট্রাক্টর বেপরোয়া চলাচলের কারণে অনেক ছাত্র-ছাত্রী ট্রাক্টারের ধাক্কায় আহত হয়। রাস্তায় দিনরাত যানজট লেগে থাকে। এর প্রতিকার চেয়ে ছাত্রছাত্রীরা মানববন্ধন করে।

Contact Us