জার্মানির মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি

ডেস্ক রিপোর্ট

জার্মানির কোলোন নগরীতে শুক্রবার মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

Islami Bank

ইউরোপের বিখ্যাত এই নগরীর মেয়র হেররিটে রেকে এই অনুমতি দেন।

নগরীর ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ হিসেবেই আজানের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র হেররিটে রেকে।
আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য দুই বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এই প্রকল্পের অংশ হিসেবেই মসজিদে শুক্রবার জুমার নামাজের জন্য মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন কোলোনের এই মেয়র।

one pherma

মেয়র হেররিটে রেকে বলেন, স্থানীয় মুসলিম বাসিন্দাদের অনুরোধে আমরা জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার বৈধতা দিয়েছি।

জার্মান এ শহরটিতে ২০১৭-১৮ সালেই তুরস্ক থেকে এসেছেন ৫৫ হাজার মুসলিম অভিবাসী। দেশটির অন্য যে কোনও নগরী থেকে এখানে মুসলিমদের বসতি সবচেয়ে বেশি।

সূত্র: দ্য নিউ আরাব, ওয়ার্ল্ডাক্কাম, সিয়াসাত

Contact Us